৫৭ ইস্টবেঙ্গল রেজিমেন্টকে পতাকা প্রদান করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসের ৫৭ ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রশিক্ষণ মাঠে কালার প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় সেনাপ্রধান এ পতাকার মান সমুন্নত রেখে সবাইকে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকার আদেশ দেন। সেনাবাহিনী প্রধান বলেন, রেজিমেন্টের কালার প্রাপ্তি যেকোনো ইউনিটের জন্যে একটি বিরাট সম্মানের। ৫৭ ইস্টবেঙ্গল রেজিমেন্টকে যে সম্মান প্রদান করা হয়েছে,তা সমুন্নত রাখতে এই ইউনিটের প্রতিটি সদস্যকে সদা প্রস্তুত থেকে রেজিমেন্টের মূল মন্ত্র সৌম্য শক্তি ও ক্ষিপ্রতার যথাযথ প্রতিফলন ঘটানোর আহ্বান জানান তিনি।
এছাড়া কঠোর প্রশিক্ষণ এবং অনুশীলনের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।