%e0%a6%b9%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%afহলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুর ৩টার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপ সহকারী পরিচালক জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে জানান, জনতা ব্যাংক ভবন করপোরেট শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৮৫ কোটি ৭৮ লাখ ৩ হাজার ৬১৬ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে এক মামলায় জেসমিন ইসলামকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে মতিঝিল থানায় বাদী হয়ে জয়নাল আবেদিন নিজেই মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন।