boishakhi_1477914688

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী পয়গাম আলী বিজয়ী হয়েছেন। গতকাল সোমবার (৩১ অক্টোবর) রাত ৯ টায় জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা নূর-ই-আলম এ ফল ঘোষণা করেন। পঞ্চম দফা নির্বাচনে স্থগিত নারগুন ইউনিয়নের এমহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী পয়গাম আলী পেয়েছেন ৮০৭ ভোট। এনিয়ে ঐ ইউনিয়নের ৯টি কেন্দ্রে তিনি ৫ হাজার ৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেরেকুল ইসলাম ৪র্থ দফা নির্বাচনে স্থগিত হওয়া ঐ কেন্দ্রে পেয়েছেন ৫০৪ ভোট। এ নিয়ে তিনি মোট পেয়েছেন ৫ হাজার ৫২২ ভোট।

বিএনপি সমর্থিত প্রার্থী পয়গাম আলী মাত্র ২২৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেরেকুল ইসলামকে। উল্লেখ্য যে, নির্বাচনপূর্ব রাতে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন মহিলা আহত হন। রাত থেকেই প্রচুর সংখ্যক পুলিশ নিয়োজিত ছিল ভোটকেন্দ্রের আশেপাশের এলাকায়। ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ ওঠায় ঐ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি