%e0%a6%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%ae

ইতালির মধ্যাঞ্চলে আঘাত হানা ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারও প্রাণহানির খবর মেলেনি। ধসে পড়েছে বেশকয়েকটি গির্জাসহ বসতবাড়ি।রোববার (৩০ অক্টোবর) দেশটির সিভিল প্রটেকশন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এর আগে সকালে ভূমিকম্পটি আঘাত হানে।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পের তীব্রতায় রাজধানী রোমসহ পুরো ইতালি কেঁপে ওঠে। এ সময় আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসে সবাই।

সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের ফলে সেখানকার বেশকিছু ভবনের দেয়াল ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু গির্জা।স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে দেশটির আমব্রিয়া অঞ্চলের রাজধানী পেরুগিয়া শহরের পূর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬৮ কিলোমিটার দূরে এবং নর্সিয়া শহরের ৬ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস প্রাথমিকভাবে জানিয়েছিল, এর মাত্রা ৭ দশমিক ১। পরে সংশোধন করে জানায়, আসলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬ দশমিক ৬।গত ২৭ অক্টোবরও ইতালিতে দু’টি মাঝারি পাল্লার ভূমিকম্প আঘাত হেনেছিল। এরমধ্যে একটি ছিল ৬ দশমিক ৪ এবং অপরটি ছিল ৫ দশমিক ৫ মাত্রার। তাতে কিছু ভবন ধস হলেও কোনো প্রাণহানি হয়নি।অবশ্য, দু’মাস আগে দেশটিতে আরেকটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩০০ লোকের প্রাণহানি হয়েছে। এতে প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় কয়েকটি শহরের অনেক এলাকা।