%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d

শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদের ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।শফিউল বারী বাবু ও আবদুল কাদের ভুঁইয়া জুয়েল সাত বছর পর বৃহস্পতিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।শফিউল বারী বাবু স্বেচ্ছাসেবক দলের গত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। আর ছাত্র দলের সভাপতি ছিলেন জুয়েল, যিনি বিএনপির নতুন ঘোষিত কেন্দ্রীয় কমিটির সদস্য পদেও আছেন।

আংশিক কমিটিতে মোস্তাফিজুর রহমানকে জ্যেষ্ঠ সহ-সভাপতি, গোলাম সারোয়ারকে সহ-সভাপতি, সাইফুল ইসলাম ফিরোজ ও সাদরাজ্জামানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইয়াসীন আলীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।২০০৯ সালের অগাস্টে হাবিব-উন নবী খান সোহেলকে সভাপতি, মীর সরফত আলী সপুকে সাধারণ সম্পাদক ও শফিউল বারী বাবুকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর একবছর পর ৩৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।ইতিমধ্যে হাবিব উন নবী খান সোহেলকে বিএনপির যুগ্ম মহাসচিব এবং মীর সরফত আলী সপুকে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক করা হয়েছে।এছাড়া আফরোজা আব্বাসের নেতৃত্বে মহিলা দলের নতুন কমিটিও এর মধ্যে অনুমোদন দিয়েছে বিএনপি।