27-10-16-hocker-police-clash_gulistan-20

রাজধানীর গুলিস্তানে হকারদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এলাকার পাতাল মার্কেটের সামনে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলার সময় এ ঘটনা ঘটে। অভিযানে ডিএসসিসির উচ্ছেদকারীদের সঙ্গে পুলিশও অংশ নেয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা দুইটার পর অভিযান শুরু হয়। তবে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আধা ঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পল্টন থানার উপপরিদর্শক মো. বশিরুল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মতিঝিল বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।জানা গেছে, পরে আবার বিকালে রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটে হকার উচ্ছেদে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় অভিযান পরিচালনাকারীদের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ডবকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে একইদিন সকাল ১০টার দিকে এ অভিযান চালায় ডিএসসিসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, সিটি করপোরেশনের লোকজনের সঙ্গে হকারদের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পাতাল মার্কেটের সভাপতি আনু হাজীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এমন গুজবের ভিত্তিতে হকারদের একটি দল সিটি করপোরেশনের ভেতরে প্রবেশ করে। সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করি।তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।