%e0%a6%a1%e0%a6%be-%e0%a6%86-%e0%a6%ab-%e0%a6%ae-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%95

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ তৈরি করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।কমিটির সদস্য ইমরান আহমেদ, আয়েন উদ্দিন এবং নুরুল ইসলাম মিলন সভায় অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সভায় যোগদান করেন।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তার অধীনস্থ দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের অধীনে চলমান সকল প্রকল্প ও কর্মসূচীর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।কমিটির পক্ষ থেকে সভার শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানানো হয়।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।