পাবনায় সহপাঠির মারপিটে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। পুলিশ ও র্যাব ঘাতক সহপাঠিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে পাবনা সদর উপজেলার দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র সজিব (১৪) দোগাছী উচ্চবিদ্যালয় এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র এবং একই গ্রামের আসাদ মিয়ার ছেলে। গ্রেফতারকৃত ঘাতক সহপাঠি খায়রুল ইসলাম (১৪) একই গ্রামের হাবীর ছেলে। স্থানীয় সুত্র জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে দুই বন্ধুর কথাকাটির হয়। এরই জের ধরে খায়রুল সজিবকে চড় থাপ্পড় ও লাথি মারে। এতে তাৎক্ষনিক ভাবে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়ে সজিব। তাকে দ্রুত পাবনা জেনারেল হাপসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘাতক সহপাঠি খায়রুলকে আটক করে। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গেলে এলাকাবাসীরা খায়রুলকে আইন শৃংখলা বাহিনীর হাতে সোপর্দ করে। সদর থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে ফোর্স গেছে। ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।
পাবনা প্রতিনিধি