ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে এক ডাকাত আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার ধোপাবিলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান। পুলিশ বলছে, আহত নাসির উদ্দীন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আমিনুল বলেন, সোমবার উপজেলার বারোবাজার এলাকা থেকে ডাকাত নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ। “মঙ্গলবার ভোরে তাকে নিয়ে ধোপাবিলা এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। জবাবে পুলিশও ১২ রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে পায়ে গুলিবিদ্ধ হয় নাসির।”ঘটনাস্থল থেকে একটি শুটার গান, এক রাউন্ড গুলি ও দুটি দা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় পুলিশ কনস্টেবল সোহাগ ও আনসার সদস্য মনির হোসেন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন নাসির অভিযোগ করেন, তিনি পেশায় ড্রাইভার। গত শনিবার মালিককে গাড়ি বুঝিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কালীগঞ্জের বারোবাজার পুলিশের এসআই হুমায়ন কবীর ও নজরুল ইসলাম তাকেআটক করে এক লাখ টাকা দাবী করেন। টাকা না দেওয়ায় তাকে গুলি করে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়েছে। তার বিরুদ্ধে ২০১০ সালে একটি মামলা ছিল। তিনি কোন ডাকাত নন বলে বন্দুক যুদ্ধে আহত নাসির দাবী করেন।
ঝিনাইদহ প্রতিনিধি