24-10-16-al-secratary-general-greeting-cabinet-meeting-4বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল ও সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলসহ পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অব্যাহত রয়েছে।

এসব অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত এ কমিটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পাশাপাশি জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে সক্ষম হবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ.স.ম.আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন রোববার এক যৌথ বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা পুনঃনির্বচিত হওয়ায় এবং ওবায়দুল কাদের এই প্রথম দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এদিকে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজা এক বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা আবারো নির্বাচিত এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে তারা আশা প্রকাশ করেন, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নবগঠিত কমিটি ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

এছাড়াও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ, ঢাকাস্থ বরিশাল বিভাগ সমিতি প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে আওয়ামী লীগের পুনঃনির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বিবৃতি প্রদান করা হয়েছে।