24-10-16-pm_cabinet-meeting-1

এখন থেকে মন্ত্রণালয় একশ কোটি টাকার প্রকল্প নিজেরাই অনুমোদন করতে পারবে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালার সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে মন্ত্রণালয়গুলোর ক্ষমতা বাড়লো। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, ‘বৈঠকে সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালার সংশোধনী অনুমোদন করা হয়েছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী এখন থেকে মন্ত্রণালয়গুলো সর্বোচ্চ একশ কোটি টাকার প্রকল্প নিজেরােই অনুমোদন করতে পারবে। আগে মন্ত্রণালয়গুলো সর্বোচ্চ ৫০ কোটি টাকার প্রকল্প নিজেরাই পাস করতে পারতো। ফলে এখন থেকে একশ কোটি টাকার বড় প্রকল্প পাসের প্রস্তাব মন্ত্রণালয়কে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে পাঠাতে হবে।’

এছাড়া, সভায় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ নীতিমালা-২০১৬, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানি ভাতা বাড়ানোর প্রস্তাব, জাতীয় লবণ নীতি-২০১৬, বাংলাদেশ শিপিং করপোরেশন আইন-২০১৬, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যকরী ফি সংশোধনের প্রস্তাব এবং বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষক/বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়সসীমা বাড়ানো সংক্রান্ত বিষয়ে অবস্থানপত্র উপস্থাপন প্রস্তাব অনুমোদন করা হয়।

এর মধ্যে শিপিং করপোরেশন আইন ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে এবং লবণ নীতি পাঁচ বছর পরপর নবায়ন করার লক্ষ্যে আবারও হুবহু অনুমোদন করা হয়েছে। আর বিশেষ মেধার গবেষক/বিজ্ঞানীদের বয়স সীমা সবার জন্য ৬৫ করার প্রস্তাব করা হয়েছে। গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে সায়েন্সল্যাবের বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদে নিয়োজিত বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়স ৬৫ বছর এবং অন্য জায়গার গবেষক/বিজ্ঞানীদের অবসরের বয়স ৫৯ বছর আছে। এটাকে সমন্বয় করে সব ক্ষেত্রে বয়স ৬৫ বছর করার প্রস্তাব করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের লেজিজলেটিভ বিভাগ এ প্রস্তাব করেছে। ২০১৩ সালের ২১ অক্টোবর প্রথমবার ও ২০১৫ সালের ১৯ অক্টোবর দ্বিতীয়বারের মতো এ আইনটি মন্ত্রিপরিষদ সভায় উত্থাপন করা হয়। সোমবার তৃতীয়বারের মতো উত্থাপন করা হলে তা অনুমোদন করা হয়।