এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে উপলক্ষ্য করে একদল বন্ধু আবার একত্র হয়। স্কুল জীবনের সোনালি দিনগুলো একসঙ্গে কেটেছে তাদের। তাদের গল্প নিয়ে ২০১৪ সালের ২৯ নভেম্বর শুরু হয় আফসানা মিমি পরিচালিত ‘সাতটি তারার তিমির’। এটি হলো ‘ডলস হাউস’ ধারাবাহিকের সিক্যুয়েল। মৃত্তিকা, অপর্ণা, রুমানা, জেবা, তমা, শাগুফতা আর নন্দিনী- এই সাত বন্ধুকে নিয়ে ‘ডলস হাউস’-এর নতুন চলা শুরু হয়।
মানুষের জীবনের সুন্দর সময়গুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকে স্কুলের দিনগুলো। সেই সুন্দর সময়ে একসঙ্গে থাকা সাত সহপাঠীর কমন গ্র“প নেম ছিলো ‘সেভেন সামুরাই’! তাদেরকে মজা করে কেউ ডাকতো ‘সপ্তাহ’, কেউ বা উচ্ছ্বলতার জোয়ার দেখে মুগ্ধ হয়ে বলতো ‘রঙধনু’। তারা নিজেরাও একটা নাম ঠিক করে নিয়েছিলো- ‘সপ্তর্ষী’। এই সপ্তর্ষীর নানা কাহিনী নিয়েই নির্মিত ‘সাতটি তারার তিমির’ ধারাবাহিকটি ৩০০ পর্বে শেষ হচ্ছে।
আফসানা মিমির মূল ভাবনা ও নজরুল ইসলামের নাট্যরূপে এ নাটকের মূল সপ্তর্ষীর ভূমিকায় অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, সানজিদা প্রীতি, মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, সাদিকা স্বর্ণা, শর্মীমালা ও মুমতাহিনা টয়া। এ ছাড়াও আছেন সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার, দিলারা জামান, আল মামুন প্রমুখ। ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন আফসানা মিমি ও রাকেশ বসু। শুরুতে এটি ডেইলি সোপ হিসেবে প্রচার হলেও পরবর্তীতে তা সপ্তাহে দু’দিন করে প্রচার হয়। সোমবার (এটিএন বাংলায় প্রচার হবে ‘ডলস হাউজ-২: সাতটি তারার তিমির’ -এর ৩০০তম পর্ব।