রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলায় আটক রুমমেট মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পাশের নালা থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই পুলিশ লিপুর রুমমেট মনিরুলকে আটক করলেও তিনদিন পর গ্রেপ্তার দেখাল।পরিদর্শক অশোক বলেন, লিপুর রুমমেট মনিরুল, বন্ধু প্রদীপ ও হলের দুই নিরাপত্তা প্রহরীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মনিরুল বাদে সবাইকে ছেড়ে দেওয়া হয়।মনিরুলের দেওয়া তথ্য খুনিকে চিহ্নিত করতে সহায়ক হতে পারে বলে তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানান পরিদর্শক অশোক।
তিনি বলেন, এছাড়া দুই নিরাপত্তা প্রহরীকেও আবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছে কোনো ক্লু পাওয়া যেতে পারে বলে ধারণা করছে পুলিশ। মোতালেব হোসেন লিপু বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নবাব আবদুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। লিপু ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার মকিমপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে।বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধারের পর ওই দিন সন্ধ্যায় লিপুর চাচা বছির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।