ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে তিনদিনব্যাপী জেলা পর্যায়ের এই খেলা উদ্ভোধন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারহাত আহমেদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আবু তোরাব মানিক সহ প্রমুখ। উল্লেখ্য যে, উদ্ভোধনী খেলায় অংশ নেয় বালিয়াডাঙ্গী উপজেলা বনাম পীরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি