বার্সেলোনার সাথে আরো পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এর ফলে আগামী ২০২১ সাল পর্যন্ত কাতালান শিবিরেই থাকছেন নেইমার। যদিও চুক্তির বিষয়ে বিস্তারিত কোন কিছুই জানা যায়নি।
গত জুনেই মূলত তার সাথে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত হয়েছিল। যদিও ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে দলে নিতে বেশ কয়েকটি ক্লাবই আগ্রহ প্রকাশ করে যাচেছ, যার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড অন্যতম। তবে নেইমার বলেছেন বার্সেলোনায় তিনি ক্যারিয়ার বেশ উপভোগ করছেন। বার্সেলোনাকে নিজের বাড়ি মনে হচ্ছে। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেবার পর থেকে এ পর্যন্ত কাতালানদের হয়ে সব ধরনের প্রতিযোগিতা ১৫০টি ম্যাচে ৯১টি গোল করেছেন।