%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0

গাজীপুরের টঙ্গীতে শনিবার শিশুকন্যাকে পাশবিক নির্যাতনের অভিযোগে সৎপিতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম বাদশা মিয়া (৪২)। সে ঢাকার মগবাজারের টি এন্ড টি কলোনী এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

টঙ্গী মডেল থানা পুলিশ এবং ভিকটিমের মা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর তিস্তারগেট ব্যাংকের মাঠ বস্তি এলাকায় সালাহ উদ্দিনের বাড়িতে দ্বিতীয় স্বামী বাদশা মিয়াসহ সন্তান নিয়ে ভাড়া থাকে জোসনা বেগম। জোসনা বেগমের প্রথম সংসারের ১০ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। সে স্থানীয় হিমারদীঘি এলাকার একটি স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী। জোসনা বেগম স্থানীয় একটি গার্মেন্টেসের কর্মী। প্রতিদিনের মতো স্বামী সন্তানকে বাসায় রেখে জোসনা বেগম সকালে কর্মস্থলে চলে যায়। এসুযোগে সকালে লম্পট সৎপিতা বাদশা মিয়া ওই শিশু কন্যাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ভিক্টিমের মা জোসনা বেগম বাদী হয়ে বাদশা মিয়ার বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় মামলা দায়ের করেছে।

টঙ্গী মডেল থানার এসআই সুমন ভক্ত পাশবিক নির্যাতনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে ভিক্টিমের সৎ পিতাকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও গত বুধবার একই কায়দায় তৈল জাতীয় পদার্থ ব্যবহার করে ভয়দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করে শিশুটির সৎ পিতা বাদশা মিয়া।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।