shahriar_alam_28309_1477030108যে কোনো সংকটের সময়ে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয় বলে সংবাদ পরিবেশনে সতর্ক থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম৷দেশের যেকোনো সংকটে নেতিবাচক সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম৷

শুক্রবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এশিয়া মিডিয়া কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান৷বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) ও আনত্মর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) যৌথভাবে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে৷অস্ট্রেলিয়া, আফগানিসত্মান, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মায়ানমার, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের প্রায় শতাধিক গণমাধ্যমকর্মী এতে অংশ নেয়৷অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি ও ঢাকায় আইসিআরসি’র প্রধান ইখতিয়ার আসলানোভ৷ঢাকায় জরুরি ও মানবিক সংকটে সাংবাদিকতা’ প্রতিপাদ্য নিয়ে ‘এশিয়া মিডিয়া কনফারেন্স-২০১৬’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হয়৷

প্রতিমন্ত্রী বলেন, মানবিক সংকটকালে তথ্য দিয়ে গণমাধ্যম যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, মানুষের জীবন রক্ষা করতে-ভোগানত্মি কমাতে পারে৷ একইভাবে জরম্নরি পরিস্থিতি গণমাধ্যম কর্মীদের জন্য সুনির্দিষ্ট চ্যালেঞ্জ নিয়ে আসে৷তিনি বলেন, যদিও সংকটকালে পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে, পরিকল্পনা-চিনত্মার সময় কম থাকে৷ ফলে কখনো কখনো ভয়ানক গুজব ছড়িয়ে পড়ে৷ এতে সাহায্য সংস্থা এবং গণমাধ্যমের মধ্যে কখনো কখনো আস্থাহীনতা তৈরি হয়৷ এজন্য সবার মধ্যে সমন্বয় থাকা জরুরি৷পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সংকটের সময়গুলোতে গণমাধ্যম পেশাজীবীদের অবশ্যই নেতিবাচক সাংবাদিকতা থেকে নিবৃত্ত থাকতে হবে৷ তাদের কর্তব্য ও দায়িত্ব পালনে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে৷পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জনগোষ্ঠীগুলো যখন মানবিক জরম্নরি পরিস্থিতি মোকাবেলা করে তখন তথ্য পরিবেশনের মধ্য দিয়ে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷যথাসময়ে তথ্য প্রবাহ ও যোগাযোগ জীবন বাঁচাতে পারে এবং ভোগানত্মিও কমায়৷ এর ফলে মানবিক সংগঠনগুলো দুর্গত মানুষদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাতে সক্ষম হয়৷ত্রাণ সংস্থা ও গণমাধ্যমের পরস্পরের কাজ বোঝার উপর জোর দিয়ে শাহরিয়ার আলম বলেন, এই সম্পর্ক (ত্রাণ সংস্থা ও গণমাধ্যমের মধ্যে) কখনও অবিশ্বাস, যোগাযোগের ঘাটতি ও ভুল বুঝাবুঝির মধ্যে পড়ে৷

পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যম পেশাজীবী ও ত্রাণকর্মীদের পরস্পরের কাজ বুঝতে হবে এবং পারস্পরিক যোগাযোগের জন্য উপযুক্ত মাধ্যম প্রতিষ্ঠা করতে হবে৷এই সম্মেলন এসমসত্ম বাধা মোকাবেলায় পথ খুঁজে পেতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবীদের সহায়তা করবে বলে মনত্মব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী৷বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান ইখতিয়ার আসলানভ, আইসিআরসির আঞ্চলিক জনসংযোগ উপদেষ্টা গ্রাজিয়েলা পিকোলি ও ডিকাবের প্রেসিডেন্ট আঙ্গুর নাহার মন্টি উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন৷ দিনব্যাপী এই অনুষ্ঠানে দুটি প্যানেল আলোচনা ছিল, যার একটিতে বিডিনিউজ টোয়েন্টিফোরে প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী সভাপতিত্ব করবেন৷নিউ মিডিয়া ও উদ্ভাবনের যুগে হুমকি ও সুবিধা’ শীর্ষক আলোচনার সঞ্চালনায় থাকছেন তিনি৷এছাড়া সাংবাদিক ব্রায়ান জন থমসন দায়িত্বশীল ও মানবিক সাংবাদিকতার প্রতিবন্ধকতাসমূহ শীর্ষক প্যানেল আলোচনার সভাপতি থাকবেন৷