humaunআওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে কোনো হুমকির শঙ্কা নাকচ করে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন৷স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগের সম্মেলনে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে শিকার হওয়ার হুমকি নেই৷ সারাদেশ থেকে দলীয় নেতাকর্মীরা উত্‍সবমুখর পরিবেশে সম্মেলনে যোগ দেবেন৷

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডিজিটাল মেলা (ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সাইবার সিকিউরিটি বিষয়ক এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷ আসাদুজ্জামান খান কামাল বলেন- আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো হুমকির মোকাবেলায় প্রসত্মত আছে৷মন্ত্রী বলেন, জঙ্গিবাদে অর্থ যোগানদাতাদের ধরা হবে৷ তবে সরকার তাদের নাম ও সংখ্যা প্রচার করতে চায় না৷ সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি দলের দুদিনব্যাপী কাউন্সিল শুরম্নর আগের দিন শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন৷স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বাংলাদেশ আজ উত্‍সবমুখর হয়েছে৷ সারা বাংলাদেশ তাকিয়ে আছে আওয়ামী লীগের কাউন্সিলের দিকে৷ সারা দেশ থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঢাকায় আসছে৷ কাজেই এখানে থ্রেট-ট্রেট আমরা কিছু মনে করি না৷

আর সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সারা দেশের মানুষ এক হয়েছে এই জঙ্গিদের বিরুদ্ধে৷ সেজন্য আমরা মনে করি, জনগণ আমাদের সঙ্গে আছে আর কোনো শক্তি আমাদের সমস্যায় ফেলতে পারবে না৷তাছাড়া কাউন্সিলের সিকিউরিটি ভালো আছে বলেও মনত্মব্য করেন কামাল৷

সকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টারে ডিজিটাল ওয়াল্ড-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী৷তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও নিত্য নতুন কলা-কৌশল ব্যবহার করে যেসব জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের শানত্মি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চেয়েছিল, বাংলাদেশ পুলিশ তাদের দমনে স্বাক্ষর রেখে চলেছে৷জঙ্গিদের চেয়ে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ পিছিয়ে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই আইন-শৃঙ্খলাবাহিনী পিছিয়ে নেই৷ জঙ্গিরা যেরকম অ্যাডভান্স হচ্ছে, আমাদের প্রযুক্তি দিয়ে আমরা সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছি৷আমাদের কাছে কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ না৷ আমরা কাজ করে যাচি্ঝ৷ তা না হলে এসব জঙ্গিদের ধরছি কীভাবে?জঙ্গিদের অর্থদাতা কতজন আছে- এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান কামাল বলেন, কতজন আছে সেটা বলতে পারবো না৷ যারাই অর্থ দান করছে, তাদের আমরা সনাক্ত করছি এবং তাদেরকে ধরছি৷