%e0%a6%af%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95যশোরের ঝিকরগাছায় রাহাজ্জান সরদার (৩৮) নামে এক ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে এ ঘটনা ঘটে। নিহত রাহাজ্জান গদখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) ছিলেন। তিনি ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি। চলতি বছরের ৫ জুলাই তার বড়ভাই হাসান সরদারকেও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোটভাই মিজানুর রহমান সরদার জানান, সকাল সোয়া ৯টার দিকে তার ভাই রাহাজ্জান বাজারের একটি সেলুনে অবস্থান করছিল। এ সময় দুটি মোটরসাইলে আসা ছয়জনের মধ্যে দুজন সেলুনে প্রবেশ করে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। পরে হেলমেট পরা ওই দুই যুবক দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাহাজ্জানকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই অবস্থার অবনতিতে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই রাহাজ্জানের মৃত্যু হয়। এছাড়া একটি গুলি তার বাম হাতে বিদ্ধ হয়। সেটি বের করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর কারণ এখনও বলা যাচ্ছে না।

ঝিকরগাছা থানার ওসি মাসুদ করিম বলেন,সন্ত্রাসীরা একজনকে গুলি করে হত্যা করেছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্সসহ পৌঁছাই। কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও পরিষ্কার নয়। তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।