%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a6%bf%e0%a6%b8

নার্গিসের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে আরও কিছুটা ভালো। আগামী তিন সপ্তাহের মধ্যে স্পষ্ট ধারণা দেওয়া যাবে,  ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের লাইফ সাপোর্ট আগামী দুই-একদিনের মধ্যে খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা। বুধবার (১২ অক্টোবর) কিছু সময়ের জন্য নার্গিসের লাইফ সাপোর্ট খোলা হয়েছিল বলেও জানান স্কয়ার হাসপাতালে নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তার। গত সোমবার নার্গিসের শ্বাসনালীতে সর্বশেষ অস্ত্রোপচার করা হয়।

নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তার বলেন, ‘আজ (বুধবার) কিছুক্ষণের জন্য নার্গিসকে ভেন্টিলেশন মেশিন থেকে আলাদা করা গেছে। সোমবার তার গলায় অপারেশন করা হয়েছে। এজন্য আজ কিছু সময়ের জন্য ভেন্টিলেশন খোলা হয়।’ তিনি বলেন,‘ভেন্টিলেশন মানে হচ্ছে শ্বাস-প্রশ্বাসের জন্য সাপোর্ট দেওয়া, যেটাকে লাইফ সাপোর্ট বলা হয়। আগে ধারাবাহিক লাইফ সাপোর্ট ছিল। এখন ট্রায়াল বেসিসে করা হচ্ছে। এটা একটা বড় ইমপ্রুভমেন্ট। আমার ধারণা, আগামী দুই -একদিনের মধ্যে লাইফ সাপোর্ট খুলে দেওয়া সম্ভব হবে।’

রেজাউস সাত্তার বলেন, ‘নার্গিসের মাথায় গুরুতর আঘাত হয়েছে। চিকিৎসা শুরু করতে আমরা তাকে পেয়েছি ঘটনার ১২ থেকে ১৪ ঘণ্টা পরে। এ ধরনের পরিস্থিতিতে রোগীদের বেঁচে থাকাটাই বড় কথা। আগে আমরা সন্দিহান ছিলাম নার্গিস বাঁচবে কিনা। সেঅবস্থা থেকে এখন অনেক ইমপ্রুভ হয়েছে।’

উল্লেখ্য, গত ৩ অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত হন নার্গিস। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। ওই দিনই নার্গিসের অস্ত্রোপচার করা হয়। তখন স্কয়ার হাসপাতালের ডেপুটি মেডিক্যাল ডিরেক্টর ডা. মির্জা নিজামউদ্দিন সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘নার্গিসের অবস্থা খুবই সংকটাপন্ন। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। মাথার খুলি ভেদ করে ব্রেইনে ইনজুরি হয়েছে।’

এদিকে বুধবার রাতে নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস বলেন,‘নার্গিস আগের চেয়ে ভালো আছে । সে ডান হাত ও ডান পায়েও নড়াচড়া করছে। তবে এখনও পর্যন্ত বাম পাশের কোনও নড়াচড়া দেখা যায়নি। ডাক্তাররা বলেছেন, দুই সপ্তাহ পর তার নিউরোলজিক্যাল অবস্থা বোঝা যাবে। আপনারা নার্গিসের জন্য দোয়া করবেন। ’