%e0%a6%a8%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8bনরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ চার গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নীলাক্ষী চর এলাকায় নদী থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান রায়পুরা থানার পরির্দশক (তদন্ত) মাজহারুল ইসলাম। মেঘনা নদীর ভাটখোলা পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার মাঝি গোলাপ মিয়া ও কাঠ ব্যবসায়ী সুরুজ মিয়া সাঁতরে তীরে উঠতে পারলেও ১২টি গরুসহ চার ব্যবসায়ী নিখোঁজ হন।

তারা হলেন আনোয়ার ফারাজি (৪৫), আবদুল হক (৩৫), ফরিদ মিয়া (৪২) ও খলিল মিয়া (৩৬)। এর আগে নরসিংদী ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক কাজী নজমুজ্জামান বলেছিলেন, বুধবার সকাল থেকে ডুবুরি দল অভিযানে নেমে বেলা ১২টার দিকে নৌকাটি উদ্ধার করতে পারলেও ব্যবসায়ীদের খুঁজে পায়নি। সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত করা হয়। পরির্দশক মাজহারুল বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুলিশের উপস্থিতিতে লাশগুলো উদ্ধার করে। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেহান উদ্দীনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পরির্দশক মাজহারুল।