picture_01

পাবনার চাটমোহর ডিগ্রি (অনার্স) কলেজের মধ্যে সৌন্দর্য বর্ধনকারী প্রায় ৪ শতাধিক দুর্লভ প্রজাতির ফুল ও ফলের গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতের কোন এক সময় দূর্বৃত্তরা কলেজ ক্যাম্পাসে ঢুকে এ ক্ষতি সাধন করেছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। খবর পেয়ে রোববার সকালে কলেজের গভর্নিং বডির সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রোববার কলেজে গিয়ে দেখা গেছে, কলেজ ক্যাম্পাসের ভেতরে লাগানো দেশী- বিদেশী ফুল-ফলের গাছসহ প্রায় ৪ শতাধিক গাছের চারা কেটে ফেলা হয়েছে। কাটা অংশ সেখানেই ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

কলেজ অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, ‘সম্প্রতি আমি কলেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪ লাখ টাকা খরচ করে দুর্লভ প্রজাতির বিভিন্ন ফুল ও ফল গাছের চারা সংগ্রহ করে রোপন করেছিলাম। মানুষের সাথে গাছের শত্রুতা থাকতে পারে আমি তা কল্পনাও করতে পারিনি। বিষয়টি খুব দুঃখজনক। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। চাটমোহর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম ঘটনাস্থলে পরিদর্শন শেষে বলেন কলেজ অধ্যক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।