%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%9fসফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাটকীয়ভাবে হেরে যাওয়ার পর টাইগারদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর টার্গেট। আর সেই টার্গেট পূরণে মাশরাফি বাহিনী সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নামবে।রোববার (০৯ অক্টোবর) টাইগারদের সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ দলপতি জস বাটলার। দুপুর আড়াইটায় শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

প্রথম ওয়ানডেতে শেষ ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ২১ রানের হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না টাইগার ভক্তরা। ঘরের মাঠে ইংলিশবধের এমন সুযোগ হাতছাড়া হওয়ায় কোটি টাইগারভক্তের সঙ্গে আক্ষেপে পুড়ছে বাংলাদেশ দলও। আক্ষেপ দূরে সরিয়ে দেশের কোটি ক্রিকেটপ্রেমীকে উচ্ছ্বাসে মাতাতে পারেন ক্রিকেটাররাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে। টিম ম্যানেজমেন্টের মতো লাল-সবুজের ক্রিকেটপ্রেমীরা এখনও সিরিজ জেতা সম্ভব বলেই বিশ্বাস রেখেছেন। কেননা হার দিয়ে শুরু হলেও পরের দুই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জেতার বহু রেকর্ড আছে বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিরলেন অলরাউন্ডার নাসির হোসেন। স্পিনার মোশাররফ হোসেনের জায়াগায় সুযোগ পেলেন তারকা এ ক্রিকেটার।

এর আগে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে একজন ফিনিশারের অভাবে। ৩০৯ রান তাড়া করতে নামা বাংলাদেশ শেষ ১৭ রানে তালগোল পাকিয়ে ৬ উইকেট হারিয়ে বসলে ইংলিশবধের দারুণ এক সুযোগ হাতছাড়া হয়। বিষাদ ছড়ানো অমন হারের পর চারদিক থেকে দাবি উঠেছে মোশাররফ রুবেল কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে নাসির হোসেনকে খেলানো হোক। আর সমর্থকদের এমন দাবিকে বাস্তবে রুপ দিলেন নির্বাচকরা। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে থাকার পরও চূড়ান্ত একাদশে দেখা যায়না নাসিরকে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচেই বসে ছিলেন সাইড বেঞ্চে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই অফস্পিন অলরাউন্ডারকে দেয়া হয়নি তেমন সুযোগ। তবে তার ভক্তদের আশা অবশেষে পূরণ হলো।

বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং তাসকিন আহমেদ।

ইংল্যান্ড একাদশ:
জস বাটলার, মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, বেন ডাকেট, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি এবং ক্রিস ওকস।