%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8dমরক্কোর পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসিন জাস্টিস এ্যান্ড ডেভলপমেন্ট পার্টি (পিজেডি) জয় পেয়েছে। ৯০ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে কট্টর ইসলামপন্থী পিজেডি ৯৯টি আসন পেয়েছে। অন্যদিকে দলটির প্রতিদ্বন্দ্বী অথেনটিসিটি এ্যান্ড মডার্নিটি পার্টি ৮০ আসন পেয়েছে। এর আগে পিজেডি জানিয়েছিল, দ্বিতীয় মেয়াদে তারা ক্ষমতায় আসলে দেশের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ওপর বেশী গুরুত্ব দেবে।

উল্লেখ্য, ২০১১ সালে সাংবিধানিক সংস্কারের পর এটি ছিল মরক্কোয় দ্বিতীয় নির্বাচন। নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা রক্ষণশীল ইস্তিকলাল পার্টি ৩১টি আসন পেয়েছে। ২০১১ সালের নির্বাচনে দেশের বৃহত্তম দল হিসেবে উঠে আসার পর প্রধানমন্ত্রী আব্দেলিলাহ বেনকিরানের নেতৃত্বধীন পিজেডি বৃহত্তর জোটের নেতৃত্ব দিচ্ছে। বেনকিরান বলেন, ‘মরক্কোর জনগণ নির্বাচনে পিজেডিকে ব্যাপক সমর্থন দেয়ায় তার দল দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেছে।’