বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করা হলে এমন লোকজনের সম্পৃক্ততা বেরিয়ে আসতে পারে, যা সরকারের জন্য বিব্রতকর হবে; এ কারণে জঙ্গিদের মেরে ফেলা হচ্ছে।শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নজরুল এই অভিযোগ করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে দেশনেত্রী ফোরাম নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কৃষক দলের নেতা শাহজাহান মিয়া স¤্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, সন্দেহভাজন যেসব জঙ্গিকে খুঁজে পাওয়া যাচ্ছে, তাদেরই মেরে ফেলা হচ্ছে। তারা আত্মহত্যা করছে কি না, সেটিও পরিষ্কার নয়। তাদের মেরে ফেলা হলে জঙ্গিবাদের মূলে যাওয়ার সূত্র পাওয়া যাবে না। তিনি আরও বলেন, মানুষ সন্দেহ করছে, জঙ্গিদের মেরে ফেলার কারণ তাদের জিজ্ঞাসাবাদ করা হলে হয়তো এমন লোকের সম্পৃক্ততা বেরিয়ে আসবে, যা সরকারের জন্য বিব্রতকর হতে পারে। ইতিমধ্যে আওয়ামী পরিবারের লোকজনের নাম এসেছে।বিএনপির এই নেতা সমূলে জঙ্গিবাদ উৎখাত করার আহ্বান জানান। তিনি দাবি করেন, আওয়ামী লীগের আমলে জঙ্গিবাদের উত্থান হয়। বিএনপি জঙ্গিবাদ দমনে সফল ছিল।
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকার ও সরকারি দলের নেতা-কর্মীরা এখন বেপরোয়া। তারা মনে করে তাদের বিচার হবে না। বর্তমান সরকার স্বাভাবিকভাবেই ক্রমাগত অন্যায়, অপরাধ করে চলেছে। তাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করাটা অস্বাভাবিক নয়। মামলা না হওয়াটাই বরং অস্বাভাবিক।বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরে আসবেন বলে নেতা-কর্মীদের জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। নেতা-কর্মীদের উদ্দেশে মোয়জ্জেম হোসেন আলাল বলেন, আপনারা (নেতা-কর্মী) তার (তারেক রহমান) আসার অপেক্ষায় না থেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যান।
তারেক রহমানের নামে দায়ের হওয়া মামলা মিথ্যা উল্লেখ করে আলাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন আঁচলে বেঁধে রেখেছেন। তারেক রহমানের দেশে ফেরা বন্ধ করতে তাই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।আওয়ামী লীগের মহিলা নেত্রীরা মুমূর্ষ নার্গিসের পাশে দাঁড়িয়ে নিষ্ঠুরভাবে সেলফি তুলে দেশের সম্ভ্রমকে অসস্মান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।আলাল বলেন, মুমূর্ষ রোগীর পাশে এভাবে ছবি তুলে দেশের মা-বোনের ইজ্জতকেও অসম্মান করে বিকৃত রুচির পরিচয় দিয়েছেন ওই নেত্রী।
তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা পেয়েছি। সভ্যতা যখন এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ তা টেনে পিছিয়ে দিচ্ছে। এই দেশে প্রথম আওয়ামী লীগ ধর্ষণের কালচার তৈরি করেছে। তারা একটি নারীলোভী দল। নারী নির্যাতনের জনক আওয়ামী লীগ।বিএনপি’র এই নেতা বলেন, কয়েকটি মিডিয়ার মাধ্যমে আমরা যখন জানতে পারলাম নার্গিসের হত্যাকারী ছাত্রলীগের নেতা,তখন দলটি অস্বীকার তাকে শিবিরের বলে চাপিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ নেত্রীর (শেখ হাসিনা) কাছে জাতির প্রশ্ন নিজ দলের অন্যায়ের দায় কেনো তিনি নিবেন না?