ডাক্তারদের সহযোগিতায় স্বেচ্ছামৃত্যু চান নোবেল বিজয়ী ডেসমন্ড টুটু। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী এই প্রচারক বলেছেন, যেকোনো মূল্যে প্রাণ হারাতে চান তিনি। নিজের ৮৫তম জন্মদিনে ওয়াশিংটন পোস্টে এক লেখায় একথা জানান তিনি।
২০১৪ সালে অন্য কারো সহায়তায় স্বেচ্ছামৃত্যুর পক্ষে আসেন টুটু। তবে তখনও তিনি বলেননি, তিনি নিজে তেমনটা চান কিনা।ইনফেকশনের সমস্যা নিয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হন ডেসমন্ড। বলেন, আশা করি সমবেদনা সহকারে আমার চিকিৎসা করা হবে এবং জীবনের পথে পরের অংশে আমাকে আমার ইচ্ছায় যাওয়ার সুযোগ দেওয়া হবে।টুটু আরো লিখেন, আপনি যেটা নিজেই নিজের জন্য বেছে নিতে পারেন, তাহলে কেন অন্যরা সেই অধিকার পাবে না। যারা খুব বেশি কষ্ট ভোগ করছে তাদের জন্য এই ধরনের মৃত্যু খুবই সুখকর হবে।
তবে দক্ষিণ আফ্রিকায় ডাক্তারদের দ্বারা এই ধরনের রোগীদের স্বেচ্ছামৃত্যুর কোনো নির্দিষ্ট আইন নেই। কিন্তু ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার কোর্ট খুবই অসুস্থ মানুষকে এভাবে ডাক্তারদের সহযোগিতায় কোনো ইনজেকশন বা ওষুধ দিয়ে মৃত্যুর অধিকার দেয়। তার আগে আইনের আরো বেশি স্বচ্ছতা চাওয়া হয়।