সাঈদ খোকন

স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ঢাকা মহানগরীর বাহদুরশাহ পার্কে, বুধবার আরও ১টি আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন করলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ঢাকা নগরীর সর্বসাধারণের জন্য পাবলিক টয়লেট ব্যবস্থা উন্নয়নের ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ওয়াটারএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের সহায়তায় এই পাবলিক টয়লেট স্থাপন করা হয়।

আধুনিক ও দৃষ্টিনন্দন এই টয়লেট এ নারী এবং পুরুষের জন্য আলাদা চেম্বার, লকার, হ্যান্ড ওয়াশিং, শাওয়ার এবং বিশুদ্ধ খাবার পানির সুবিধা রয়েছে। এগুলোতে ২৪ ঘন্টা বিদ্যুৎ এবং সিসিটিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্ন কর্মী এবং মহিলা কেয়ারটেকার রয়েছেন। টয়লেট উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন বলেন, আমরা নগরবাসীকে একটি পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা উপহার দিতে চাই, বিশেষত পথচারী এবং নারীদের জন্য, যাদের অনেকটা সময় জ্যামের কারণে রাস্তায় থাকতে হয়। এজন্য ২০১৭ সাল নাগাদ ১০০ টি পাবলিক টয়লেট জনগণের জন্য উন্মুক্ত করে দেব। ৪৭ টির নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ১৭ টি সংস্কার কাজ চলছে। এর মধ্যে ওয়ারটাইডের সহায়তায় ৪০টি পাবলিক টয়লেট করা হচ্ছে।তিনি বলেন, আশা করছি ২০১৭ সারের পর নগরীতে ব্যবহার অযোগ্য পাবলিক টয়লেট থাকবে না।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং ওয়াটারএইড বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুযায়ী এই পাবলিক টয়লেটগুলো স্থাপন করা হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের অর্র্থায়নে সানরাইজ প্রকল্পের আওতায় ইতোমধ্যে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট সংস্কার করেছে ওয়াটারএইড বাংলাদেশ।