বগুড়ার শেরপুর থেকে জিহাদী বই সহ জেএমবি সদস্য গ্রেফতার
জেলার হাটিকুমরুল থেকে আজ সকালে পুলিশ জঙ্গি সংগঠন জেএমবির তালিকাভুক্ত সন্ত্রাসী ৩ সহোদরকে আটক করেছে। এরা সিরাজগঞ্জ সদর উপজেলার জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিদের ছেলে মোঃ সানাউল্লাহ (৪৮), লিয়াকত উল্লাহ (৩৮) এবং মোঃ বরকতুল্লাহ (৩০)। এদের বিরুদ্ধে বগুড়া ও সিরাজগঞ্জ জঙ্গি কর্মকান্ড পরিচালনা অভিযোগে মামলা রয়েছে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, জেএমবি সদস্য এই ৩ ভাই গোপনে জঙ্গি তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার সকালে সলঙ্গা থানার হাটিকুমরুলে অবস্থান করছিল- এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। তখন হাতে-নাতে তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, আটকরা বগুড়ার একটি সন্ত্রাসী মামলায় জামিনপ্রাপ্ত । গত ২০ সেপ্টেম্বর সলঙ্গার এরান্দহ হতে জেএমবির জেলার শাখার সভাপতিসহ ৪ জেএমবি সদস্য গোলাবারুদ, জিহাদী বই নিয়ে আটকের মামলায় এরা পলাতক আসামী ছিল। এ পর্যন্ত এই ৩ জনসহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আত্মঘাতী দলের ৮ নারী সদস্যসহ মোট ২৮ জনকে আটক করেছে জেলা পুলিশ।