বাংলাদেশ সফরে এসে একদিন বিশ্রাম নিয়ে অনুশীলনের জন্য মাঠে নেমে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। রোববার (০২ অক্টোবর) স্থানীয় সময় ৩টা ৪০ মিনিটে কড়া নিরাপত্তায় হোটেল থেকে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হয় ইংলিশদের।
স্টেডিয়াম পাড়ায় সফরকারীদের আগমন উপলক্ষ্যে বেলা আড়াইটা থেকে মিরপুরের যান চলাচলে শিথিল করা হয়। সদ্যই বাংলাদেশে ঘটে যাওয়া দুটি অনাকাঙ্খিত ঘটনার কারণেই এবারের সিরিজে ইংলিশদের এমন নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে।
সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত মিরপুর একাডেমি ও শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে সফরকারীরা। যদিও আজ বাংলাদেশ দলের অনুশীলন নেই। আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে সিরিজের তৃতীয় ম্যাচটি একদিন আগে শেষ হওয়ায় বিশ্রামে থাকছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
ইংলিশদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু হবে সোমবার (০৩ অক্টোবর) থেকে। এদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা অবধি অনুশীলন করবে টাইগাররা। আর ইংলিশরা অনুশীলন সেরে নেবে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে।
ইংল্যান্ড দল আগামী মঙ্গলবার (০৪ অক্টোবর) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।
টাইগারদের বিপক্ষে ইংলিশদের প্রথম ওয়ানডে ৭ অক্টোবর মিরপুরে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৯ অক্টোবর। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল।