%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%80%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0

গাজীপুরের শ্রীপুরে শনিবার পৃথক ঘটনায় এক তরুণীসহ দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

শ্রীপুর মডেল থানার এসআই মোঃ মনিরুজ্জামান মিয়া জানান, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পাতলী গ্রামের আব্দুল আজিজের মেয়ে খাদিজা আক্তার (২০) ১০/১৫ দিন আগে গাজীপুরের শ্রীপুরে তার খালা আকিকুন্নেছার বাসা বেড়াতে আসে। আকিকুন্নেছা শ্রীপুরে নোয়াপাড়া এলাকার আবুলের বাড়ির ভাড়াটিয়া। শনিবার দুপুরে বাড়ির গোসলখানায় পানির পাইপের (শাওয়ারের) সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাদিজার ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

এদিকে একই থানার সুজন কুমার প-িত জানান, একইদিন দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর পশ্চিমপাড়া সিও ভিটা এলাকায় বনের পাশে আম গাছের ডালের সঙ্গে পরনের লুঙ্গি দিয়ে গলায় পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) উলঙ্গ লাশ ঝুলতে দেখে এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ বিকেলে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার পরিচয় পাওয়া যায় নি।

পুলিশ জানায়, নিহত ওই দু’জন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে ঘটনা দু’টি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

মোস্তাফিজুর রহমান টিটু,  স্টাফ রিপোর্টার, গাজীপুর।