ভোলার মনপুরার জেলেরা মেঘনায় ইলিশ ধরা অবস্থায় শনিবার ভোর রাতে হাতিয়ার জলদস্যু স¤্রাট আলাউদ্দিন বাহিনীর নের্তৃত্বে আবারও জেলেদের উপর হামলার ঘটনায় ৭ জেলে গুলিবিদ্ধ হয়েছে । এসময় গুলিবিদ্ধ কামাল মাঝির মরদেহ মেঘনা থেকে উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় ৬ জেলে উদ্ধার করে শনিবার সকালে মনপুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গুরুতর আহত ৩ জনের অবস্থা আশংঙ্খা জনক। এলাকায় এখন শোকের মাতম চলছে।
কিছুদিন জলদস্যুদের হামলা বন্ধ থাকার পর জেলেরা মেঘনায় ইলিশ শিকারে ব্যাস্ত সময় পার করছেন। হঠাত ঈদের পর আবারও জলদস্যুদের হামলায় জেলেদের মাঝে আতংক বিরাজ করছে। মেঘনায় ইলিশ মাছ ধরতে জেলেরা সাহস পাচ্ছেনা । জলদস্যুদের হামলার ভয়ে কেউ মুখ খুলতে রাজি নন। প্রতিনিয়ত জলদস্যুদের হামলার শিকার হচ্ছেন মনপুরার জেলেরা। খোঁজ নিয়ে ও হাসপাতালে আহত জেলে সূত্রে জানা যায় , প্রতিদিনকার ন্যায় কামাল মাঝি ৯ জন জেলে নিয়ে মনপুরার মিয়াজমিরশাহ সংলগ্ন পুর্বপাশ্বের মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলে । জাল টানা শেষ হলে দেশে ফেরার আগ মুহূর্তে দেখতে পায় পেছন থেকে একটি ট্রলার তাদের ধাওয়া করছেন। তারা বুঝতে পরেন জলদস্যুরা তাদের ধাওয়া করছেন। তারা দ্র্রুত ইঞ্জিন চালিয়ে আসার পথে পিছন থেকে জলদস্যুরা এলাপাথাড়ি গুলি ছোড়েন। এতে ট্রলারে থাকা কামাল মাঝি গুলির আঘাতে মেঘনায় পড়ে যায়। অপরদিকে ট্রলারে থাকা জেলে মোঃ মহিউদ্দিন, রুবেল, হোসেন, নয়ন, জুয়েল ও সাইফুল জলদস্যুদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন। স্থানীয় আড়দতার মোঃ ফারুক কোম্পানী খবর পেয়ে মেঘনা নদী থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে মনপুরা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যাবস্থা করেছেন। এদের মধ্যে গুরুতর আহত মহিউদ্দিন,হোসেন ও সাইফুল কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেছেন। মেঘনায় পড়ে যাওয়া কামাল মাঝির মৃত লাশ পাওয়া গেছে।
এব্যাপারে হাতিয়া জোনের কোস্টগার্ড প্রধান লেঃ কমান্ডার ওমর ফারুক জানান, আমরা জলদস্যুদের হামলার ঘটনা শুনার সাথে সাথে মেঘনায় অভিযান পরিচালনা করি। আমাদের কয়েটি টিম ইতিমধ্যে মেঘনার বিভিন্ন চরে অভিযান পরিচালনা করছেন।জলদস্যুদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।এব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ দায়িত্বে থাকা এস আই মোফাজ্জল হোসেন বলেন, আমি বিষয়টি শুনে সাথে সাথে ঘটনাস্থল গিয়েছি। গুলিবিদ্ধ জেলেদের হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছি। গুলিবিদ্ধ কামাল মাঝির মরদেহ উদ্ধার করে থানা আনার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।