29-09-16-book-launching_pm_virginia-1প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবনসংগ্রামকে কেন্দ্র করে রচিত জয়ীতা প্রকাশনীর ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশের জন্য সংগ্রাম’ শিরোনামে ব্যতিক্রমী প্রকাশনার মোড়ক উন্মোচন হয়েছে যুক্তরাষ্ট্রে। ২৮ সেপ্টেম্বর ভার্জিনিয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাঁর ৭০তম জন্মদিন উপলক্ষে দ্বৈত ভাষায় রচিত স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন হয়। জয়ীতা প্রকাশনীর সত্ত্বাধিকারী সাংবাদিক ইয়াসিন কবির জয় প্রকাশনাটির একটি কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

জন্মদিনের স্মারক প্রকাশনাটি মূলত উন্নতমানের কাগজে চার রঙে ছাপা দুটি পৃথক গ্রন্থের যুগলবন্দী। এর সম্পাদক এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নিজাম চৌধুরী, প্রকাশক জয়ীতা প্রকাশনীর সত্বাধিকারী ইয়াসিন কবির জয়। সম্পাদনামণ্ডলীতে ছিলেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নজরুল ইসলাম ও তাসনুভা বাশার তন্বী।

প্রথম গ্রন্থটির কলেবর ৭৬ পৃষ্ঠা। এতে তিনটি নিবন্ধ রয়েছে, লিখেছেন সাংবাদিক কাওসার রহমান। আর ৫৬ পৃষ্ঠার দ্বিতীয় গ্রন্থটি একটি সংবাদচিত্র সংকলন। শতাধিক আলোকচিত্রের বিন্যাসে বঙ্গবন্ধুকন্যার কর্মময় জীবন সম্পর্কে ধারণা দেবার প্রয়াস রয়েছে এতে। ব্যতিক্রমী এই প্রকাশনার প্রচ্ছদ ও অঙ্গসজ্জা করেছেন শাহরিয়ার খান বর্ণ। পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়াসিন কবির জয়। এর মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা।