%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর ১৪ সদস্যের এই দলে পেসার রুবেল হোসেনের জায়াগায় সুযোগ পেয়েছেন স্পিনার মোশাররফ হোসেন রুবেল।

এর আগে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন রুবেল। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন তিনি। তবে এরপর নিষিদ্ধ লিগ আইসিএলে যোগদানের পর সাময়িক নিষিদ্ধ হন। এরপর সেখান থেকে ফিরে এলে নিষেধাজ্ঞা উঠলেও জাতীয় দলে আর জায়গা হয়নি তার। তৃতীয় ম্যাচে রুবেলের পরিবর্তন ছাড়া পুরো দল অপরিবর্তীত রয়েছে। আগামী ১ অক্টোবর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে দু’দলের শেষ ম্যাচটি অনুষ্ঠিদ হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে ১-১-এ সমতায় রয়েছে।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও মোশাররফ হোসেন রুবেল।