%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় গেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে নয়টার দিকে মহাখালী নিউ ডিওএইচএস হান্নান শাহ‘র বাসায় যান তিনি।

বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার মরদেহ ঢাকায় হয়রত শাহজালাল আন্তর্জাাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। কফিনের সাথে এসেছেন আ স ম হান্নান শাহ‘র ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান। বিমানবন্দরে হান্নান শাহর বড় ছেলে শাহ রেজাউল হান্নান ও নিকট আত্মীয় মমতাজ উদ্দিন মরহুমের লাশ গ্রহণ করেন। বিমান বন্দরে গেইটের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় নেতা আফজাল এইচ খান, জহিরুল হক শাহজাদা মিয়া, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, শরীফুল আলম, বিএনপি চেয়ারপাসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

এর পরে তার লাশ মহাখালী ডিওএইচএস‘র বাসায় নেয়া হয়। এ সময়ে এক হৃদয়-বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ ফাইটে হান্নান শাহ’র মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নজরুল ইসলাম খান ও রিয়াজুল করিম। জানা গেছে, হান্নান শাহ’র মরদেহ কিছু ক্ষন বাসায় রাখার পরে মরহেদ সিএমএইচ হাসপাতালের হিমঘরে রাখা হবে। এর আগে গতকাল মৃত্যু সংবাদের খবর পেয়ে সকাল ৯টায় মহাখালীর ডিওএইচএস‘র বাসায় ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শোকাগ্রস্ত বড় ছেলে শাহ রেজাউল হান্নানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৩টা ৩৭ মিনিটে রাইফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির দূর্দিনের কাণ্ডারী হান্নান শাহ। বিএনপির সর্বোচ্চ দলীয় নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ চারদলীয় জোট সরকারের আমলে মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন। সাবেক এই সেনা কর্মকর্তা চাকরি জীবন শেষে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী নিউ ডিওএইচএস‘র মসজিদ, সাড়ে এগারটায় জাতীয় সংসদ ভবনে, দুপুর দেড়টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে । শুক্রবার সকাল ৯টায় গাজীপুরে এবং সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও দেড়টায় ঘাটুরিয়া নিজ গ্রামে চালা হাইস্কুল মাঠে নামাজে জানাজার পর পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।