চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। নিহত পাঁচ যাত্রীর মধ্যে তিনজন বাসের যাত্রী। তারা হলেন কর্ণফুলী পেপার মিলের মহাব্যবস্থাপক সৈয়দ আহমদ (৫০), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাওকির তাজাম্মুল সুস্মিত ও শাহিদা আক্তার (২৪)। নিহত অন্য দুজন হলেন বাসের চালকের সহকারী মো. আলী ও কাভার্ড ভ্যানের চালকের সহকারী খলিলুর রহমান। এদের মধ্যে সৈয়দ আহমদের বাড়ি নাটোরের কাঁঠালবাড়িয়া এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে উপজেলার বটতাকিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়।