কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ৩ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে যেভাবে দুর্নীতির মামলা চলছে তেমনি সরকার দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধেও বিচার কার্যক্রম চলছে।মন্ত্রী শুক্রবার নোয়াখালীতে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক বিজন সেনের শোকার্ত পরিবারকে সমাবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াস শরীফ, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও জেলায় কর্মরত সকল সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।ওবায়দুল কাদের বলেন, যে কোনো মামলা সত্য না মিথ্যা এটা বিচার করবে আদালত, বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা সমীচিন নয়।

তিনি বলেন,বর্তমান সরকার সাংবাদিকদের পূনর্বাসন ও কল্যাণে সচেষ্ট রয়েছে।মন্ত্রী বলেন, আওয়ামী লীগের আগামী কাউন্সিলে নবীন-প্রবীণ এবং প্রযুক্তি ও মেধার সমন্বয় ঘটিয়ে কমিটি করা হবে।

এদিকে,আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সম্মেলনের সার্বিক নিরাপাত্তা নিশ্চিত করতে আগে থেকেই সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।সম্মেলনের ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান আগামী ১ অক্টোবর থেকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। ওই দিন থেকেই সেখানে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটি ক্যাম্প স্থাপন করা হবে।

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দলটি। সম্মেলনে দেশি-বিদেশি অতিথিসহ ৩০ হাজারের মতো কাউন্সিলর ও ডেলিগেট এই সম্মেলনে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে সম্মেলনের নিরাপত্তার দিকটাকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে।এজন্য সার্বিক প্রস্তুতির বিষয়গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির এ সভা আহ্বান করা হয়।