রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক ঝাড়ুদারের চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর রোগীর স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করেছে।এসময় ঝাড়ুদার সুমনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। মারা যাওয়া ওই রোগীর নাম বিপ্লব মন্ডল (২৪)। জানা গেছে , গত ১৮ সেপ্টেম্বর ঢাকার কেরাণীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বিপ্লবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।শুক্রবার বিকাল ৪টার দিকে সুমন নামে এক ঝাড়ুদার বিপ্লবকে নেবুলাইজার দিচ্ছিল। এ সময় দ্রুত বিপ্লবের অবস্থা খারাপ হতে থাকে। পরে বিপ্লবকে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের সামনে বিপ্লবের ভাই মিন্টু মন্ডল সুমনের পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঝাড়ুদার বলে পরিচয় দেন।এ পরিচয় পাওয়ার পর মিন্টু মন্ডল তার কাছে জানতে চান, আপনি কেন আমার ভাইকে চিকিৎসা দিচ্ছিলেন।জবাবে সুমন জানান, সংশ্লিষ্ট ডাক্তার তাকে চিকিৎসা দিতে বলেছিলেন, তাই তিনি চিকিৎসা দিয়েছেন।এ সময় ভুল চিকিৎসার অভিযোগে এনে সুমনকে মারধর করতে থাকেন মিন্টু। বিষয়টি জানার পর ঘটনাস্থলে থাকা অন্যরা সুমনকে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে সুমনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।জানতে চাইলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পর সুমনকে আটক করে থানায় আনা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।