%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab%e0%a7%81

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। এর প্রভাবে অঞ্চলটিতে ভারী বৃষ্টি হয়েছে, আকস্মিক বন্যা দেখা দিয়েছে, বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং প্রায় ৬ লাখ অধিবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।মালাকাস নামের এই টাইফুন উত্তরপূর্বদিকে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল হয়ে টোকিওর দিকে ধেয়ে যাচ্ছে।বুধবার সকালে মালাকাস প্রশান্ত মহাসাগরের দিকে চলে যাবে বলে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে।স্থানীয় সময় বুধবার সকাল ৯ টার দিকে মালাকাস দুর্বল হয়ে পড়বে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।চলতি বছরের শুরুর দিকে হওয়া ভূমিকম্পের ক্ষত এখনো কুমামোতোসহ পশ্চিম জাপানের ছয়টি এলাকা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। ওই অঞ্চলগুলো থেকেই ৬ লাখ ৩২ হাজার ৫শ’ অধিবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপানের সংবাদ সংস্থা জিজি জানিয়েছে, টাইফুনের কারণে দক্ষিণাঞ্চলীয় কিউসুতে দুইব্যক্তি সামান্য আহত হয়েছেন।অন্যদিকে পাবলিক ব্রটকাস্টার এনএইচকে তাদের প্রতিবেদনে জানিয়েছে, অভ্যন্তরীণ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা বলছে, জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মঙ্গলবার রাতে ঝড়োবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আকস্মিক বন্যা, ভূমিধস এবং উঁচু ঢেউয়ের ব্যাপারে সতর্ক করেছে সংস্থাটি।