10-09-16-boilar-blast-pakaging-tongi-14টঙ্গী বিসিক নগরীর কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এদিকে বিস্ফোরণে নিহতদের পরিবারগুলোতে ঈদ আনন্দে শোকের ছায়া নেমে এসেছে। আহত অন্তত ৩৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত শনিবার সকালে প্যাকেজিং কারখানায় আগুন ও ভবন ধসে কমপক্ষে ২৫ শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নিহতদের পরিবার ও টঙ্গী বিসিক শিল্প এলাকায়। আহতদের চিকিৎসার অর্থ কীভাবে যোগাবেন, সে প্রশ্নের মীমাংসায় এখন হিমশিম খাচ্ছেন স্বজনরা। আহত অন্তত ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গী সরকারি হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার খরচ যোগাতে দিশেহারা আহতের স্বজনরা।

জেলা প্রশাসন থেকে আহতদের ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেয়া হলেও চিকিৎসা নেয়া আহত অনেকেরই এরইমধ্যে ১০ হাজার টাকার বেশি খরচ হয়ে গেছে। জরুরী চিকিৎসা সহায়তা চেয়েছেন দিশেহারা আহত পরিবারের সদস্যরা। বয়লার বিস্ফোরণের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।