ঢাকা দক্ষিণের কাউন্সিলর হাবু বরখাস্তরাজধানীর সায়েদাবাদ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদে বাধা দেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের (মিরহাজীর বাগ- দোলাইরপাড়) কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব খলিল আহমদের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১ সেপ্টেম্বর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে বিদ্যমান ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করার জন্য সিটি করপোরেশন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে। এ সময় কাজী হাবিবুর রহমান হাবু ট্রাক চালক ও শ্রমিকদের উস্কানি দিয়ে উচ্ছেদ কার্যক্রমে বাধা প্রদান করেন এবং রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এ ছাড়া তিনি দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে শারিরীকভাবেও লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কাজী হাবিবুর রহমান হাবু জনপ্রতিনিধি হিসেবে সিটি করপোরেশনের সম্পত্তি রক্ষা ও যানজটমুক্ত নগরী গড়ায় ভূমিকা না রেখে, জনস্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন। অবৈধ ট্রাক স্ট্যান্ডটি অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ইতোপূর্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একাধিকবার অনুরোধ জানালেও তিনি (হাবু) কোনও পদক্ষেপ নেননি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ধরনের অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এর ধারা ১৩-এর উপধারা (ঘ) অনুযায়ী অপসারণযোগ্য অপরাধ। সেহেতু আইনের ১২ এর উপধারা (১) -এ প্রদত্ত ক্ষমতাবলে কাজী হাবিবুর রহমান হাবুকে সাময়িক বরখাস্ত করা হলো। জানা গেছে, কাজী হাবিবুর রহমান হাবু ওয়ার্ড কাউন্সিলরের পাশাপাশি শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ট্রাক চালক ইউনিয়নেরও নেতা। সায়েদাবাদ ব্রিজের পাশে ও ফ্লাইওভারের নিচের ট্রাক স্ট্যান্ডটি দীর্ঘদিন ধরে তার নেতৃত্বেই পরিচালিত হয়ে আসছে।

সিটি করপোরেশনের নির্ধারিত উচ্ছেদের দিন (১ সেপ্টেম্বর) তিনি নেতৃত্ব দিয়ে উচ্ছেদবিরোধী মিছিল করেন। কয়েক দফা সড়কে এলোপাতারি ট্রাক রেখে সড়কটি দিয়ে যানচলাচলও বন্ধ করে দেওয়া হয়। এভাবে মিছিল-সমাবেশ করে বিশালদেহী কাজী হাবিবুর রহমান হাবু অসুস্থ হয়ে পড়লে, ওইদিনই তাকে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সেখান থেকে নেওয়া হয় ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে তার দলীয় কর্মীরা।