পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী বাঁচাতে জেলা প্রশাসনের উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক রেখা রাণী বালোর সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, এলজিএসপির উপপরিচালক আখতার হোসেন সাজ্জাদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
ইছামতি নদী খনন করে নদীতে পানি প্রবাহ সৃষ্টির ব্যবস্থা করাসহ বেড়া পাম্প হাউজের সাথে সংযোগের ওপর গুরুত্ব আরোপ করা হয় সভায়।