শেখ কামাল

দেশের ক্রীড়াঙ্গণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর ক্রীড়া পুরস্কার পেয়েছেন শহীদ শেখ কামাল। তাছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানসহ আরো মোট ৩১ জন এই পুরষ্কার লাভ করেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০১০, ২০১১ ও ২০১২ সালের বিজয়ীদের মাঝে জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।

পুরস্কার হিসেবে বিজয়ীদের ২৫ হাজার টাকার চেক এবং স্বর্ণপদক প্রদান করা হয়। মরনোত্তর পুরস্কার প্রাপ্তদের পক্ষে তাদের পরিবারের সদস্য এবং নিকটজনেরা পুরস্কার গ্রহণ করেন। দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মানিত করতে ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পদক চালু করা হয়।

দেশের স্বাধীনতাত্তোর ক্রীড়াঙ্গণের উজ্জ্বল নক্ষত্র আবাহনী ক্রীড়া চক্র লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল জাতীয় ক্রীড়া পদক (মরণোত্তর) ২০১১ এবং সাকিব আল হাসান ২০১২ সালের পদক লাভ করেন।

শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন। দেশের জনপ্রিয় স্পোর্টস ক্লাব আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামাল আজাদ বয়েজ ক্লাবের হয়ে প্রথম বিভাগে ক্রিকেট খেলেন। তিনি এ্যথলেট ছিলেন, বাস্কেট বল ইভেন্টেও প্রথম বিভাগে খেলেছেন।