সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ১২ সেপ্টেম্বর ঈদুল-আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। সৌদি আরবের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার জিলক্বদ মাস ৩০ দিনে পূর্ণ হলো। এ কারণে সৌদি আরবে জিলহজ মাসের প্রথম দিন নির্ধারিত হয়েছে ৩ সেপ্টেম্বর।
এছাড়া হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ থেকে তিন দিন ঈদুল আজহা উদযাপিত হওয়ায় এ বছর ১২ সেপ্টেম্বর ঈদুল আজহার তারিখ নির্ধারিত হয়েছে। হিজরি চন্দ্রপঞ্জি অনুযায়ী ঈদুল ফিতর ও ঈদুল আজহার মধ্যে দুই মাস ১০ দিন বা সর্বোচ্চ ৭০ দিনের ব্যবধান থাকে।