পাবনা পৌর এলাকার আরিফপুরে ‘তাসমিম কসমেটিক্স’ নামের একটি কারখানায় বিভিন্ন নামীদামী ব্যান্ডের নকল প্রসাধনী তৈরীর কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ওই নকল কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মুল্যের ভেজাল ও নকল প্রসাধনী সামগ্রী জব্দ করার পর ধ্বংস করা হয়। এ সময় কারখানার মালিক শারমিন খান (৩৫) কে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানা ইসলাম জানান, সদর উপজেলার আরিফপুর গ্রামের বাবু প্রামানিকের স্ত্রী শারমনি খান দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ‘তাসমিম কসমেটিক্স’ নামের কারখানায় নকল ও ভেজাল বিভিন্ন প্রসাধনী তৈরী এবং বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেন র্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার বীনা রানী দাস ও সদর উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানা ইসলাম।
পরে বাড়ির এক কক্ষ থেকে বিপুল পরিমাণ ১৪ রকমের নকল প্রসাধনী, প্রসাধনী তৈরীর কেমিকেল ও মোড়ক জব্দ করা হয়। যার বাজারমুল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানায় ভ্রাম্যমান আদালত। এ নকল কারখানায় এক্স, ফগ, কোবরা, ওয়ান ম্যান শো, সহ বিভিন্ন নামী দামী কোম্পানীর নামে নকল বডি স্প্রে, রঙ ফর্সাকারী নকল ক্রিম, বডি লোশন, ফেসওয়াশ, গ্লিসারিন, আতর, উপটান, লোমনাশক ক্রিম উৎপাদন করা হতো। এ সময় নকল প্রসাধনী সামগ্রী তৈরী ও বাজারজাতের অভিযোগে কারখানার মালিক শারমিন খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত প্রসাধনী সামগ্রী ধ্বংস করে ফেলা হয়।