ফরিদপুরে ৪ জঙ্গি গ্রেপ্তার

ফরিদপুরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য বলছে পুলিশ।শুক্রবার বিকাল ও রাতের ওই অভিযানে বোমা, অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান।এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার আমিনুজ্জামানসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসপি জানান, গোপন খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকালে ভাঙ্গা উপজেলা থেকে আনসার উল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য নাহিদ মোল্লা ওরফে নাদিমকে (২০) গ্রেপ্তার করা হয়।তার স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতে সদরপুর উপজেলায় নিজ বাড়ি থেকে ফরিদপুর অঞ্চলের দলনেতা ফরিদ মৃধা (৩২), তার সহযোগী সহিদুল ইসলাম (৩৫) ও মহসিন মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

এসপি বলেন, অভিযানের সময় এ তিনজনের হেফাজতে থাকা একটি নাইন এমএম পিস্তল, একটি ওয়ান শ্যূটার গান, পাঁচ রাউন্ড গুলি ও ১২টি হাত বোমা উদ্ধার করা হয়।পরে ফরিদ মৃধার দেওয়া তথ্যমতে চরভদ্রাসন উপজেলা থেকে একটি বইয়ের দোকান থেকে একটি নাইন এমএম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, বহু জিহাদি বই এবং ভাঙ্গা উপজেলার নাহিদের বাড়ি থেকে ১০টি হাত বোমা উদ্ধার করা হয় বলে জানান তিনি।পুলিশ সুপার বলেন, এ ব্যাপারে সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।