‘তামিম চৌধুরীর বিষয়ে গোয়েন্দা তথ্য দেয় কানাডা’

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে সহযোগীসহ নিহত গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে ঘটনার মূলহোতা কানাডা প্রবাসী তামিম চৌধুরীর ব্যাপারে বাংলাদেশ এবং কানাডার মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় হয়েছিল।কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইনটেলিজেন্স-এর ডিজি ডেভিড ড্রেক তাদের গোয়েন্দাদের কাছে থাকা তামিম চৌধুরী সম্পর্কিত তথ্য বাংলাদেশকে দিয়েছিলেন বলে দাবি করেছেন কানাডার নতুনদেশ পত্রিকার সম্পাদক শওগাত আলী সাগর।

দু’দিনের সফরে ঢাকা এসে ডেভিড ড্রেক সে সব তথ্য দিয়ে গিয়েছিলেন বলে জানান তিনি। নতুনদেশ সম্পাদক তামিম চৌধুরীসহ তার কানাডিয়ান সহযোগীদের ছবি ফেসবুকে একটি পোস্টে প্রকাশ করেন। সেখানে তামিমের বন্ধু পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয়ান সালমান আশরাফের ছবি চিহ্নিত করে তিনি জানান, সালমান সিরিয়ায় নিহত হয়েছে।

নারায়ণগঞ্জের পাইকপাড়া কবরস্থানের পাশে একটি বাসায় জঙ্গি আস্তানায় অভিযানে সহযোগীসহ নিহত হন তামিম চৌধুরী। শনিবার সকাল ৮টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এক ঘণ্টা প্রস্তুতির পর সকাল ৯টার দিকে ‘হিট স্ট্রং-টোয়েন্টি সেভেন’ নামে অভিযান শুরু হয়।