প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার মাস্টার মাইন্ড মেজর জিয়া। বুধবার (২৪ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান (সিটি) মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান। তিনি বলেন, দীপনকে হত্যার মামলার আসামি মঈনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান। এ ঘটনায় পাঁচজনকে তিনি পরিচালনা করতেন। এর আগে গত বছরের সাভারের ব্যাংক কলোনিতে রিয়াদ মোর্শেদ বাবু নামে এক ব্লগার হত্যায় সারাসরি জড়িত ছিলেন তিনি।
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার প্রধান আসামি মইনুল ইসলাম শামীম ওরফে সিফাত ওরফে ইমরানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে গাজীপুরের টঙ্গিতে চেরাগ আলী মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এই তথ্য নিশ্চিত করেন।
ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যায় জড়িত যে ছয়জনকে চিহ্নিত করে পুলিশ ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল তাদের একজন এই সিফাত। তাকে ধরিয়ে দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।