জেএমবির নারী শাখার প্রশিক্ষকসহ আটক ৫

গাজীপুর থেকে জেএমবির নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির ও সুইসাইড স্কোয়াডের সদস্যসহ জেএমবি’র ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৩টি হাত বোমা, ২টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন, ১৬টি ধারালো ছুরি, ২টি চাপাতি, বিপুল পরিমান গান পাউডার, ডেটোনেটরসহ বিস্ফোরক দ্রব্য ও জেহাদি বই উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে জেএমবির দক্ষিনাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদুজ্জামান রোজ, জেএমবি সদস্য সাহাবুদ্দিন ও আহালে হাদিসের নেতা আবদুল হাইকে আটক করা হয়। এদের মধ্যে সাহাবুদ্দিন জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সদস্য। পরে তাদের দেয়া তথ্যমতে বুধবার ভোর ৫টার দিকে হাজীর পুকুর এলাকায় একটি মসজিদের মার্কেটের দুটি ইলেক্ট্রোনিক্স ও স্টেশনারীর দোকানে অভিযান চালিয়ে ফিরোজ ও সাইদুলকে আটক হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি হাত বোমা, ২টি পিস্তল, ১০ রাউন্ড গুলিসহ ২টি ম্যাগজিন, বিপুল পরিমান গান পাউডার, ডেটোনেটরসহ বিস্ফোরক দ্রব্য, ১৬টি ছুড়ি, ২টি চাপাতি, জেহাদি বই, কম্পিটউটার, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।


জেএমবির মহিলা শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চল… by somoytv

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সম্প্রতি জেএমবির যে মহিলা সদস্যদের আটক করা হয়। তাদের দেয়া তথ্য ও স্বীকারোক্তি অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য ছিল রাতে চট্রগ্রাম থেকে উত্তরায় জেএমবির দুইজন সদস্য আসার কথা ছিল। তাদের আটকের উদ্দেশ্যেই এ অভিযান পরিচালিত করা হয়। র‌্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর আজম জানান, আটককৃতদের র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

Video Clip : সময়নিউজ.টিভি,