gulshan-7

গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলাকারী পাঁচ জঙ্গি ও এক বাবুর্চির মৃতদেহের ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া ও প্রকাশনা) মাসুদুর রহমান বাসসকে বলেছেন, গতকাল অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছ থেকে অপরাধীদের ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করা হয়। তিনি বলেন, ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবরেটরিতে এই পরীক্ষা করা হয়।