সুবিদ আলী ভূঁইয়া

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার পরের দিনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছি প্রমাণ করতে পারলে আমি দল ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কুমিল্লার দাউদকান্দি (কুমিল্লা-১) আসনের এই সংসদ সদস্য ।

বুধবার সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি নিয়ে আলোচনাকালে সুবিদ আলী ভূঁইয়া জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলে আখ্যায়িত করেন। এ নিয়ে কমিটির বৈঠকেই সমালোচনার মুখে পড়েন তিনি। দলের একাধিক সংসদ সদস্য তার এ মন্তব্যে ক্ষুব্ধ হন এবং অনেকে পদত্যাগ দাবি করেন।সুবিদ আলী ভূঁইয়া সংসদীয় কমিটির বৈঠকে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছিলেন বলে বৈঠকে অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানালেও তা অস্বীকার করেছেন তিনি।এই নিয়ে আলোচনার মধ্েয বৃহস্পতিবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি যদি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলে থাকি, তা যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি রাজনীতি থেকে পদত্যাগ করব, ইনশাল্লাহ।

তিনি বলেন, গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক নিয়ে তাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি এর নিন্দা জানান। সুবিদ আলী বলেন, গতকালের বৈঠকে আলোচনার এক পর্যায়ে আমি বলি , মেজর জিয়া বেতার ভাষণে প্রথমে ভুল করে নিজেকে হেড অব দ্যা স্টেট ঘোষণা দিলেও পরে তিনি (জিয়া ) ঘোষনায় বলেছেন অন বিহাফ অব আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । একদিন আগেই সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াকে প্রথম রাষ্ট্রপতি’ বলেছিলেন বলে কমিটির একাধিক সদস্য জানিয়েছিলেন।

তার বক্তব্য নিয়ে কমিটির বৈঠকে বিতর্ক হয়েছিল বলেও জিজ্ঞাসায় স্বীকার করেছিলেন কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী।কমিটির সদস্য ও আওয়ামী লীগের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রকাশিত স্মরণিকাতে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করা নিয়ে আলোচনার সময় সুবিদ আলী ওই কথা বলেছিলেন।আলোচনার এ পর্যায়ে ইউজিসির চেয়ারম্যান কিছু বলার আগেই সুবিদ আলী বলে ওঠেন, জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এটা তিনি তার বইতেও লিখেছেন।মানিক বলেন, তখন আমি বলেছি বিএনপি যে সেটেলড ইস্যু নিয়ে বিতর্ক করতে চায়, আপনিও (সুবিদ) যদি সেই একই বিষয় নিয়ে কথা তোলেন তাহলে কী দাঁড়াল?সংবাদ সম্মেলনে সুবিদ আলী বলেন, তিনি বলেছিলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার সময় জিয়া নিজেকে রাষ্ট্রপতি বলেছিলেন, যে ভুল পরে শোধরানো হয়। ওই কথাটিই সংসদীয় কমিটির বৈঠকে বলেছিলেন তিনি।নিজের লেখা মুক্তিযুদ্ধে নয় মাস গ্রন্থে এ বিষয়ে লিখেছেন বলে জানান বর্তমানে আওয়ামী লীগের এই সংসদ সদস্য।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠন প্রয়াত বেলাল মোহাম্মদ দেওয়া এক সাক্ষাৎকারে জিয়ার ‘রাষ্ট্রপতি’ হিসেবে ঘোষণার প্রচারটি উড়িয়ে দিয়েছিলেন। সুবিদ আলী দাবি করেন, গণমাধ্যমে তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রকাশ হয়েছে। সংসদীয় কমিটির সদস্যদের উদ্ধৃত করে বুধবার ওই সংবাদ প্রকাশের আগে সুবিদ আলীকে কয়েক বার ফোন করা হলেও তিনি ধরেননি।সংসদীয় ওই কমিটির সদস্যরাই এই কথা গণমাধ্যমকে জানিয়েছেন বলে সাংবাদিকরা তুলে ধরলে সুবিদ আলী বলেন,সেটা কে কী বলেছে, আমি কিছু জানি না।সরকারি প্রতিষ্ঠান কমিটির সদস্য সুবিদ আলী বর্তমান সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি।একাত্তরে জিয়ার সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সুবিদ আলী সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী থাকার সময়।

সামরিক বাহিনীর চাকরি ছাড়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে কুমিল্লা-১ (দাউদকান্দি) থেকে এনিয়ে দ্বিতীয়বার সংসদে প্রতিনিধিত্ব করছেন। নবম সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি।